১৩ নভেম্বর, ২০২২ ০১:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা প্রায় দেড় হাজার আসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে  ফাঁকা প্রায় দেড় হাজার আসন

প্রথম মেধাতালিকায় অর্ধেকের বেশি আসন ফাঁকা রয়েছে

গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং (বিবিএ) ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির প্রথম মেধাতালিকায় অর্ধেকের বেশি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদে সর্বমোট দুই হাজার ৬১৫টি আসনের বিপরীতে গত ৭ অক্টোবর দুপুর ১২টা হতে ১১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রথম মেধাতালিকা থেকে এক হাজার ৩০০ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন। কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর বিকেল চারটা পর্যন্ত থাকলেও ১২ জন শিক্ষার্থী আবেদন করলেও ভর্তি নিশ্চিত করেনি। সে হিসেবে এখনও ফাঁকা আসন রয়েছে এক হাজার ৩২৭টি। ফাঁকা আসনে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হলে আগামী ১৫ অক্টোবরের পর পুনরায় মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ১০ অক্টোবর হতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটায় ভর্তির জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তাদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে প্রথম মেধাতালিকার ভর্তি শেষ হবার তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি বিশেষায়িত বিভাগের ১৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শনিবার থেকে মৌখিক এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে।  মৌখিক এবং লিখিত পরীক্ষা শেষে এ বিভাগের ভর্তি সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিভাগগুলো হলো সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর