যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১১টার দিকে সিনেট ভবনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক ও মূখ্য আলোচক হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।
রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল