এবছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত অধ্যাপক নাট্যাচার্য সেলিম আল দীন।
প্রয়াত নাট্যাচার্যের এ অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, 'অধ্যাপক ড. সেলিম আল দীন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পুরস্কার লাভে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বিশ্ববিদ্যালয়কে ঋদ্ধ করেছেন।'
বিগত সময়ে ড. সেলিম আল দীনের একুশে পদক লাভের বিষয় স্মরণ করে উপাচার্য বলেন, তার একুশে পদক লাভেও বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়েছিল। এখন তিনি স্বাধীনতা পুরস্কার লাভে বিশ্ববিদ্যালয়কে আরও সম্মানিত করেছেন। উপাচার্য প্রয়াত ড. সেলিম আল দীনের সৃষ্টিকর্মের ভূয়সী প্রশংসা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, আরও আটজন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাবেন এ পুরস্কার।
বিডি প্রতিদিন/আরাফাত