রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নারী ক্লাবের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন বলেছেন, স্মার্ট দেশ বিনির্মাণে স্মার্ট নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সেজন্য নিজের প্রচেষ্টা থাকতে হবে পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বৈষম্যরোধ করে জীবনমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী দিসব উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তারাও অনবরত পুরুষের ন্যায় এগিয়ে চলছে। নারীরা এখন পরিবার ও সমাজের হাল ধরছে। তাই আগামীতেও এভাবেই নারীরা সর্বক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে সেই প্রত্যাশা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. সোহানী হোসেন। নারীদের অগ্রগতি নিয়ে কাজ করায় অনুষ্ঠানে ড. সোহানী হোসেনকে সম্মানিত করা হয়। তিনি নারীদের সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন। এছাড়া নানা প্রতিকূলতার মধ্যেও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে সংগ্রামের কথা তুলে ধরেন এবং নতুন নারী উদ্যোগতাদের নিয়ে কাজ করার কথা জানান।
এসময় অনুষ্ঠানে ক্লাবের সদস্য ড. ফরিদা পারভীন কেয়ার সঞ্চালনায় ক্লাবের অর্ধশতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ