সম্প্রীতি-অংশীদারিত্ব-সমৃদ্ধি ভিশন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মার্কেটিং ফিয়েস্তা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকার ধানমন্ডিতে একটি কনভেশন সেন্টারে এ পুনর্মিলনীতে বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদ, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, অ্যাড-হক কমিটির আহ্বায়ক শামীম হাসান সৈকত প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক ভিডিও উপস্থাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীতের আয়োজন ছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে স্মৃতি ও শেকড় শীর্ষক একটি স্মরণিকা উন্মোচন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ