শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রেললাইনে আগুন দিয়ে আন্দোলন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের অভিযান টের পেয়ে রেললাইন থেকে সরে যান তারা। রবিবার রাত ১১টার দিকে ক্যাম্পাসের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, আমাদের কাছে তথ্য ছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র রেললাইনে আগুন দিয়েছে। এটা রাষ্ট্রীয় সম্পদ। তাই সেটা সংরক্ষণে আসি। তারা লাইনের উপরে কাঠের আগুন দিয়েছিল। সেটা আমরা নিভিয়ে দিয়েছি। শিক্ষার্থী চলে গেছেন। রাতে নিরাপত্তার জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে এ ঘটনা পুনরায় না ঘটে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ব্যতীত আমরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করব না।
জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর টায়ার ও টিউবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা লাইনের স্ক্রু খুলে নেন। এ ঘটনায় রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
তবে রাত ১১টার দিকে পুলিশের অভিযান টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশ ও স্থানীয়দের হামলার প্রতিবাদে সেখানে অবস্থান নেন তারা। পরে পুলিশ রেললাইনের আগুন নিভিয়ে দেয়। তারপর রেল কর্তৃপক্ষ লাইন স্বাভাবিক করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতায় কাজ করছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।
বিডি প্রতিদিন/এমআই