১৫ মার্চ, ২০২৩ ২০:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী মেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা' মেলার উদ্বোধন করা হয়েছে। ‘ম্যানেজমেন্ট ডে-২০২৩’ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আজকের তরুণ উদ্যোক্তারা একদিন বাংলাদেশকে দেশে-বিদেশে প্রতিনিধিত্ব করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় তরুণ ও যুবকদের প্রাধান্য দিতেন। তিনি তরুণ ও যুবকদের নিয়ে স্বপ্ন দেখতেন। আজকের তরুণরা আগামীর বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ ও যুবকদের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করে থাকেন। তরুণরা তাদের বিভিন্ন সৃস্টিশীল কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর ড. খোরশেদ আলম, বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২৩ এর আহবায়ক ড. তাজিজুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশনের সভাপতি কাজী হাফিজুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

দুই দিনব্যাপী মেলায় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের ৪১টি স্টল রয়েছে। 

মেলা উদ্বোধন এবং ‘ম্যানেজমেন্ট ডে-২০২৩’ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর