আবাসিক হল খোলা রেখে ১৮ দিনের একাডেমিক ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম এই তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর, ঈদ-উল-ফিতর, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১৮ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১৪ দিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সৈয়দা নুসরাত জাহান বলেন, এবার ছুটিতে আবাসিক হল খোলা থাকছে। তবে হলের ডাইনিং বন্ধ থাকবে। ছুটি শেষে ডাইনিং পুনরায় চালু হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল