চলতি মাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত নতুন ছয়টি হলের মধ্যে আরও দুটি হল চালু হচ্ছে। চালু হতে যাওয়া হল দুটি ছাত্রদের ২০ নম্বর হল ও ছাত্রীদের ১৭ নম্বর হল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে গণরুম সংস্কৃতি দূর করার লক্ষ্যে আমি শুরু থেকেই কাজ করে আসছি। ইতিমধ্যে দুটি হলে ছাত্র-ছাত্রীদের উঠানো হয়েছে। এছাড়া আরও দুটি হলের কাজ শেষ হয়েছে। পর্যাপ্ত লোকবল না থাকায় হল দুটি চালু করা যাচ্ছে না। ইউজিসি বরাবর আমরা আবেদন করেছি, তারা কিছু পদ দিলে চলতি মাসেই এ দুটি হল চালু করা হবে।’
এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়টির নবনির্মিত ১৮ নম্বর হল ও ২১ নম্বর হল চালু করা হয়।
বিডি প্রতিদিন/এমআই