বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (ইউএসটিসি) এর পঞ্চম সমাবর্তন।
বুধবার সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন।
সমাবর্তন বক্তব্য দেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাজলিহাম মো. সুউদ।
এতে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসাইন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ অতিথির বক্তব্য দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রো-ভিসি প্রফেসর ড. নওশাদ আমিন ও রেজিস্ট্রার দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষা নিতে হবে, প্রযুক্তি ব্যবহার শিখতে হবে এবং ভাষাগত কমিউনিকেশন দক্ষতা অর্জন করতে হবে। তবেই জীবনে সফল হওয়া যাবে। আমি এমন অনেক সফল চাকরিজীবী এবং উদ্যোক্তা দেখেছি যারা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেনি। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করার ফলে তারা তাদের কর্ম ক্ষেত্রে সফল হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/বাজিত