জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে থেকে ওই যুবককে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম নাইম ইসলাম (৩০)। ময়মনসিংহ জেলার ত্রিশালে তার বাড়ি। তিনি পরিবারসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, নাইম ইসলাম কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় জাবির এক ছাত্রীর বাসার জানালা দিয়ে আপত্তিকর জিনিস ছুঁড়ে দেন। এছাড়াও তিনি ওই বাসায় চুরির চেষ্টা করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী হাসান জামিল বলেন, 'জাবির একজন ছাত্রীর সাথে সে অসভ্য আচরণ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ রয়েছে। ওইদিন রাতে আমবাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আমি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধরে নিয়ে আসি। পরে শিক্ষার্থীরা গণপিটুনি দেয়।'
এদিকে, ইসলামনগরে এক ছাত্রীর বাসায় আপত্তিকর জিনিস ছুঁড়ে মারার বিষয়টি স্বীকার করলেও কোথাও চুরির চেষ্টা করেননি বলে জানিয়েছেন ওই যুবক।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'যেহেতু ঘটনাটি আমবাগানের, তাই এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। এছাড়া, গণপিটুনির ফলে সে গুরুতর আহত হওয়ায় আমরা তাকে পুলিশে সোর্পদ করি নাই। পরে তার পরিবার মুচলেকা দিয়ে তাকে নিয়ে গেছে।'
বিডি প্রতিদিন/নাজমুল