বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর ওপেন বিজনেস টক কার্যক্রমের অংশ হিসেবে ওপেন বিজনেস ডিসটিংগুইস লেকচার সিরিজ প্রথম লেকচার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুরস্থ বাউবি’র বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক মন্দার ঝুঁকি: বাংলাদেশ কি প্রস্তুত? শীর্ষক এ লেকচারে প্রবন্ধ উপস্থাপনা করেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ইকোনোমিক্স ও ফিন্যান্সের অধ্যাপক ড. বিরুপাক্ষ পাল।
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত থেকে ড. বিরুপালকে ক্রেস্ট ও লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দেন। বাউবির ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনসহ বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে ছিলেন স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক আসমা আক্তার শেলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের শিক্ষক সিফাত মাসুদ।
বিডি প্রতিদিন/হিমেল