রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ৯৪.১৭ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে সুষ্ঠুভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে উপস্থিতর হার ছিল ৯৪.১৭ শতাংশ।
জানা গেছে, রাবি কেন্দ্রে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু সংখ্যা ছিল ১৩ হাজার ৪৯৯ জন। পরীক্ষায় উপস্থিত হন ১২ হাজার ৭১২ জন। অনুপস্থিত ৭৮৭ জন। সেই হিসাবে উপস্থিতির হার ৯৪.১৭ শতাংশ।
উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এ বছর এই ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ২৭ হাজার ৭৫ জন ভর্তিচ্ছু। আসন সংখ্যা ১ হাজার ৮১৫। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৯ জন ভর্তিচ্ছু।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ