১৮ মে, ২০২৩ ১৮:১০

জাবিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত

জাবি প্রতিনিধি:

জাবিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদপালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, 'প্রতি বছরই আমরা আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করি। এ বছরও আমরা উদযাপন করছি। আমাদের বিভাগেও জাদুঘর সম্পর্কিত কিছু কোর্স আছে। আমরা প্রতি বছর সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করি। এ আয়োজনের মাধ্যমে আমরা সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করি যে, জাদুঘরের প্রয়োজনীয়তা আছে।' 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. মাসুদ ইমরান, সহযোগী অধ্যাপক ড. নূরুল কবির ভূইয়া, সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর