জিএসটি অন্তর্ভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। হাবিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৬৮০ জন। আগামী ২৭ মে ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ৩ জুন ‘এ’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৮ ভাগ। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকরা যেন কোনো প্রকার ভোগান্তি না হয়, সেদিকে গুরুত্ব দিয়েছি। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।
বিডি প্রতিদিন/এমআই