গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনেও চলছে চাকরি স্থায়ীকরণের জন্য এক দফা দাবিতে দৈনিক মুজুরি ভিত্তিক ১৩৪ জন কর্মচারীদের অবস্থান কর্মসূচি।
আন্দোলনরত কর্মচারীরা বলছেন, তাদের চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ে একই সাথে এত পদ সৃষ্ট হয় না। তাছাড়া চাকরি বা নিয়োগের ব্যাপারে তাদের কোন হাত নেই। বিগত তিন নিয়োগে দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারীদের ১৫৪ জনের মধ্যে থেকে ১৮ জনকে চাকরি দিয়েছে রিজেন্ট বোর্ডের সদস্যরা।
আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, উপাচার্যের দপ্তরের সামনের কোরিডরের মেঝেতে বসে দৈনিক মুজুরি ভিত্তিক কর্মচারীরা অবস্থান করছে। অনেকে হাতে “চাকরি স্থায়ীকরণ করা হোক” লেখা কাগজ ধরে বসে আছেন। এ সময় তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন