জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তাহে পাঁচদিন চলবে সশরীরে ক্লাস ও পরীক্ষা।
মঙ্গলবারের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় সশরীরে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মঙ্গলবারের অনলাইন ক্লাসের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. অহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরের ঊর্ধ্বগতি ও প্রাপ্যতা সংকটের মধ্যে গত বছরের ১৯ জুলাই থেকে সরকার ঘোষণা দিয়ে লোডশেডিং শুরু করে। সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে গত বছরের ৯ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সপ্তাহে প্রতি মঙ্গলবারে ২৫ শতাংশ বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে একদিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে।
বিডি প্রতিদিন/কালাম