প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এ আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। জাতিসংঘ তার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিককে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, শেখ হাসিনার অর্জন পাকিস্তানি প্রেতাত্মাদের সহ্য হয় না। আমরা এসব কুচক্রী মহলকে হুঁশিয়ারি করে বলতে চাই, শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করলে তার উপযুক্ত জবাব ছাত্রলীগ দেবে।
বিডি প্রতিদিন/এমআই