জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দুই দিনব্যাপী সপ্তম জাতীয় সায়েন্স উৎসব আগামী বুধবার শুরু হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, জাতীয় এ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট থাকবে। এতে একক ও যৌথভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। একক প্রতিযোগিতায় থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট এবং দলীয় অংশগ্রহণে থাকবে প্রোজেক্ট শো কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং পোস্টার প্রেজেন্টেশন। এছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে স্টার ভিজুয়ালাইজেশন এবং মৌজ সায়েন্স শো দেখার সুযোগ।
ক্লাবের মিডিয়া সম্পাদক মেহরিশ খানের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক তারিকুল হাসান, সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সম্পাদক মাসুদ, সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনিন আরা নিশু।
বিডি প্রতিদিন/আরাফাত