ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘গেট টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুজানুর রহমান, উপদেষ্টা ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি রবিউল হোসেন, অধ্যাপক ড. আক্তার হোসেন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রশিদুজ্জামান টুটুল, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান, সংগঠনের সভাপতি আবু সোহান ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্যরা অনুপ্রেরণা ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইশরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান। এরপর নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এমআই