ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আখতার হোসেনের উপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন জসিমউদ্দিন হল ছাত্রলীগের সহ-সভাপতি ও ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র রাশেদুজ্জামান রনি (২৫) এবং জগন্নাথ হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র ঋভু মন্ডল (২৪)। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন
আখতার হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আখতারের আইনজীবী আব্দুল্লাহ আল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল