রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে সায়েন্স ক্লাব। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
উদ্বোধনকালে উপ-উপাচার্য বলেন, আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানবিমুখ হয়ে গেছে। স্মার্ট সমাজ বিনির্মাণে বিজ্ঞানের বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা সেই চর্চা অব্যাহত রেখেছে, যা প্রশংসার দাবি রাখে। এ উদ্যোগ জারি রাখার প্রত্যাশা করেন তিনি।
মেলায় প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩৪টি দল। এতে দুই দিনব্যাপী প্রজেক্ট শো কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, সাইন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, কেস সলভিং, সায়েন্টিফিক স্পিচ, স্কাই অবজারভেশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, রুবিকস কিউব কম্পিটিশন, সায়েন্টিফিক পেইন্টিং, রুবিক্স কিউব ও ফটোগ্রাফি প্রতিযোগিতা চলবে। মেলার বিভিন্ন ইভেন্টে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ শতাধিক ক্ষুদে বিজ্ঞান অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তরায়ণ আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম, ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই