১৩ জানুয়ারি, ২০২৪ ২৩:০১

নদীভাঙন এলাকার বাস্তুহারা মানুষের পাশে জাবির 'ইফসা'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নদীভাঙন এলাকার বাস্তুহারা মানুষের পাশে জাবির 'ইফসা'

টাঙ্গাইল জেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী চরাঞ্চলের বাস্তুহারা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশাল এইড (ইফসা)।   

শনিবার (১৩ জানুয়ারি) সংগঠনটির কর্মীরা ৩৩০ জন সুবিধাবঞ্চিতের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময়, উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সেক্রেটারি আলী আজম পলাশ, জাবি শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও অন্যান্য কর্মীরা।

এসময়, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সেক্রেটারি আলী আজম পলাশ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে এর প্রেক্ষিতে আমরা এইধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি এবং ভবিষ্যতে আমরা এর পরিধি আরো বৃদ্ধি করতে চাই।' 

বাস্তুহারা মানুষের জন্য নিয়মিত এবং আরও বড় পরিসরে প্রোগ্রাম করা ও স্থানীয়দের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন জাবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর