বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, তরুণ, স্মার্ট, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে যারা কাজ করবে তাদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত এক কর্মীসভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় ও সিলেট ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে সুচারুভাবে কাজ করতে পারবে তারাই ছাত্র রাজনীতিতে সফল হতে পারবে।
শাবিপ্রবির কমিটি নিয়ে তিনি বলেন, দীর্ঘ একদশকেরও বেশি সময় ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় কমিটি নেই। কমিটি গঠনের লক্ষ্যে এর আগে আরো দুইবার কর্মীসভা হলেও নানা জটিলতায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে এবার এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।
উল্লেখ্য, শাবিতে ২০১৩ সালের ৮ মে সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে দুইবার কর্মীসভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরমধ্যে ২০১৭ সালের ১০ অক্টোবর শাবিপ্রবি শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত সম্মেলন না করে কর্মীসভা করা হয়। এর দুই বছর পর ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর শাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২১ সালের ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তবে এবার কর্মীসভার শেষ করে শিগগিরই কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
বিডিপ্রতিদিন/কবিরুল