চলমান তীব্র তাপদাহে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে এসময় সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সভাকক্ষে এক সভা শেষে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, সারাদেশে তাপমাত্রা কমছে না বরং তীব্র হচ্ছে চলমান তাপদাহ। এজন্য আমাদের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সকল ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। তবে যেসব দপ্তরসমূহ জরুরি, সেগুলো নিয়মিত খোলা থাকবে।
বিডি প্রতিদিন/এমআই