জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস ও এর বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রধানের জন্য সাত সদস্য বিশিষ্ট সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই-২০২৪' এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পর্যন্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও এর বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রধানের জন্য নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়বৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও হয়, উপরোক্ত কমিটিকে আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।
সাত সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির আহ্বায়ক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূইয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জমির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আহমাদ।
বিডি প্রতিদিন/আরাফাত