বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক আব্দুল মান্নান (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিশাত, শিশু নিকেতন স্কুলের এক শিক্ষিকা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল মান্নান অটো ভ্যানে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে মুরইল যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক আব্দুল মান্নান ও যাত্রী নিশাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। পরে নিশাতকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি এসএম মোস্তাফিজুর রহমান) জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আশিক