বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেছেন, ১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকারসহ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের পতন হলেও এখনো ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
সোমবার দিবাগত রাতে দিনাজপুর-৫ আসনের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় গণসংযোগ করার সময় ইউনিয়ন বিএনপি অয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকালে তিনি পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।