পিএসসি কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগ একীভূতকরণের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে ‘বাংলা বিভাগের সাধারণ শিক্ষার্থীদের’ আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা সবাই ভাষা শহীদ রফিক ভবনের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি রফিক ভবনের সামনে থেকে শুরু করে পুরো ক্যাম্পাস ঘুরে গুচ্ছ ভাস্কর্যে এসে সমাবেত হয়।
শিক্ষার্থীরা বলেন, ভাষাবিজ্ঞান ও বাংলা বিভাগকে এক করা একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা বাংলা একীভূত না করে ভাষাবিজ্ঞানকে আলাদা করেন। সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা থাকা সত্ত্বেও পিএসসি কীভাবে বাংলাকে আলাদা না করে একত্রিত করে ফেলে তার জবাব দিতে হবে। আমাদের সাথে কোনো প্রহসন আমরা মেনে নিব না। অনতিবিলম্বে বিসিএসের শিক্ষা ক্যাডারসহ সকল চাকরিতে বাংলা বিভাগে শিক্ষার্থীদের জন্য আলাদা পদ রাখতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, পিএসসিকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলার জন্য আলাদা ক্যাডার ব্যবস্থা জারি রাখুন। সারাবছর আমরা বাংলা সাহিত্য পড়ে ২৪ এর বাংলায় নতুন করে কোনো প্রহসনমূলক সিদ্ধান্ত মেনে নেব না। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে সারাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে।
বিডি প্রতিদিন/এমআই