পাঁচ আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক মইন উদ্দিন।
তিনি বলেন, এ বছরে (২০২৪-২৫ সেশন) ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলের সভায় পাস হয়েছে। নতুন করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে।
এর আগে, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বাড়ানোর কথাও হয়। মঙ্গলবার সকালে রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের অঞ্চলে কেন্দ্রের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
বিডি প্রতিদিন/এমআই