ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাতে খবরটি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা- ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’ ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’; ‘ছাত্রলীগ জঙ্গি, গণহত্যার সঙ্গী’; হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই ইত্যাদি স্লোগান দেন।
ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়ে শেকৃবি সমন্বয়ক আল রাকিব বলেন, ছাত্রলীগকে গেজেট প্রকাশের মাধ্যমে নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।
ছাত্রলীগ ২৪ এর আন্দোলনে যেভাবে সন্ত্রাসবাদ চালিয়েছে এমনকি নারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তা নজিরবিহীন। গেজেট প্রকাশের মাধ্যমে ছাত্রলীগ গোপনে যেসকল কার্যক্রম পরিচালনা করত তার সকল পথ রুদ্ধ হয়ে যাবে। বিশেষ করে আমাদের ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণভাবে লেখা পড়ার পরিবেশ বজায় থাকবে বলে আমাদের সকলের বিশ্বাস।
বিডি প্রতিদিন/আশিক