বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না', 'ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না', 'আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিব না', 'মুগ্ধের রক্ত বৃথা যেতে দিব না, 'হৈ রৈ রৈ, ছাত্রলীগ লীগ গেলি কই', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর' সহ বিভিন্ন স্লোগান দেয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে শুধু নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে গত ১৬ বছরে। আমাদের কত-শত ভাইবোনদের বুকের রক্তের দাগ তাদের হাতে লেগে আছে। এ সন্ত্রাসী সংগঠনটি শুধুই চাঁদাবাজি করেননি ঘুম, খুন, ধর্ষণের মত জঘন্য অপরাধের সাথে জড়িত আছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সকল অপরাধের বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের এভাবে ছেড়ে দিলে আবারো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশ্বজিৎকে তারা নির্মমভাবে হত্যা করেছে যার সুষ্ঠু বিচার এখনো হয়নি।
মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। এছাড়াও বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় পুনরায় আনন্দ মিছিল করবেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ