বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন প্রো-ভিসি হলেন কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম ময়নুল হক। গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদিত এবং মোসা: রোখছানা বেগম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বশেমুরকৃবি’র সেকশন অফিসার (জনসংযোগ) মো: রনি ইসলাম সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
ড. এম ময়নুল হক ২০০৭ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এবং ২০০০ সাল থেকে সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অবৈতনিক সদস্য ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে কৃষি অনুষদের ডিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), পরিচালক (যানবাহন), অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) এর দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল