দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন অতিরিক্ত সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সেমিস্টার ও ক্রেডিট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত চলমান সেমিস্টার থেকেই কার্যকর হবে।
অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি প্রতি ক্রেডিটে ১৫ টাকা কমানো হয়েছে। পূর্বে প্রতি ক্রেডিট ছিল ১৭৫ টাকা, বর্তমানে তা ১৬০ টাকা করা হয়েছে। ক্রেডিট ফি'র পাশাপাশি সেমিস্টার ফিও ৫০০ টাকা কমানো হয়েছে।
২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তাত্ত্বিক প্রতি ক্রেডিট ২০ টাকা এবং ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা কমানো হয়েছে। পূর্বে তাত্ত্বিক প্রতি ক্রেডিট ছিল ১৪০ টাকা, যা বর্তমানে ১২০ টাকা। পূর্বে ল্যাব প্রতি ক্রেডিট ছিল ২০০ টাকা, যা বর্তমানে ১৬০ টাকা করা হয়েছে। উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে যেসব শিক্ষার্থী ফি জমা দিয়েছেন, রশিদ জমা দেওয়ার পর তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।
বিডি প্রতিদিন/আশিক