নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪০তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
এনইউবির ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) সরদার মাহমুদ হুসেন, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ৩৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এনইউবির অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন ছাড়াও কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ৯১তম সভায় অনুমোদিত স্প্রিং-২০২৫ সেমিস্টারে উত্তীর্ণ ২৪৪ জন স্নাতক এবং ১৫৩ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর ফলাফল অনুমোদন করা হয়।
এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।