বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, সিলেট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৮-২০ সালের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি পদে মান্না চৌধুরী (দৈনিক মানবজমিন ও সিলেট সুরমা), সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার), সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ), যুগ্ম-সম্পাদক মিজান আহমদ চৌধুরী (সিলেটের সকাল) ও কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম কামাল (দৈনিক সিলেট সুরমা ও সিলেটভিউ২৪ডটকম) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সহ-সভাপতি পরাগ আরমান ও সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সমিতির সদস্য মাহবুবুল আলম সাদেক, কাইয়ুম আল রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান