মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দুপুরে বজ্রাপাতে মফিজ মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বৃষ্টির সময় হাওরে মাছ ধরা অবস্থায় মফিজ মিয়া বজ্রপাতের শিকার হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় আরো দুইজন আহত হন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান