আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একইসাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় মেয়র আরিফ বলেন, রমজানের আগে ও পরে কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। সিসিক এক্ষেত্রে নগরীর প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করবে। দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না পায়, সেজন্য সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রমজানে নগরীর কোনো সড়ক দখল করে ইফতারি বিক্রির দোকান না বসানোর নির্দেশও দেন মেয়র। এছাড়া রোগাক্রান্ত পশু জবাই না করা এবং সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
সিসিকের প্রধান নির্বাহী এ জেড নুরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিসিকের সচিব বদরুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর দিনার খান হাসু, রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, আফতাব হোসেন খান, মহিলা কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্না, জাহানারা খানম মিলন, দিবা রানী দে, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুজ্ঞান চাকমা, র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম