সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবন হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিলেটের আমলি আদালত-৪ এর বিচারক বেগম লায়লা মেহের বানু তার রিমান্ড মঞ্জুর করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, পুলিশ জাকির হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাপড় ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবনের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারে বসবাস করছিলেন। গত ১৯ এপ্রিল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের চারখাই এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সিলেটের আখালিয়া টুকেরবাজার এলাকার জাকির হোসেনকে গ্রেফতার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন জাকির। গত ২৯ এপ্রিল ব্যবসায়ী সৈবনের ছেলে আজহারুল ইসলাম বাদী হয়ে জাকিরকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম