সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলায় একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার আশিঘর এলাকার সাহেদ মিয়া ও আব্দুর রহিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার ভোর রাতে সাহেদ মিয়া ও আব্দুর রহিমের বাড়িতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে দিনভর বিভিন্ন স্থান থেকে তিন সন্দেহভাজন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- ঘিলাছড়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে ফরহাদ হোসেন, সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামের তুতা মিয়ার ছেলে মনসুর আহমদ ও মৌলভীবাজারের রাজনগর থানার ইমন মিয়া।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত সবার পরিচয় বের করা সম্ভব হবে বলে মনে করছি।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম