আগামী আগস্টে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে ক্যারাম বিশ্বকাপ। ওই বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে সিলেটের তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
এ তিন খেলোয়াড় হচ্ছেন সিলেটের রিকাবিবাজার এলাকার বাসিন্দা আনিস আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিনা রবি দাস ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিতু চন্দ। বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের হয়ে তারা বিশ্বকাপে খেলবেন।
১৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্যারাম বিশ্বকাপ। ওই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ।
প্রসঙ্গত, ২০১৪ সালে মালদ্বীপের সান আইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক পেয়েছিল।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব