সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার তোয়াকুল ইউনিয়নের কামারগাঁওয়ে আজ বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক (৩০) পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ উপজেলার মোড়ারগাঁওয়ের চন্ডু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হক তার মামার বাড়ি কামারগাঁওয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার