সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সকল ওয়ার্ড সিসিটিভির আওতায় আনার কাজ চলছে। এটি সম্পন্ন হলে ছিনতাই, রাহাজানি, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা আরও কমে আসবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডে সিসিটিভি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আরিফ।
অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর দিনার খান হাসু ছাড়াও সিসিকের কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৮/এনায়েত করিম