সিলেটের কানাইঘাট উপজেলায় সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন। শুক্রবার জুমআর নামাজের পর এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে গ্রামের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী নিহত হন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল