হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় পৌঁছলে বাসটি চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় সিলেটগামী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তিরা হলেন- সালেহা বেগম (৩৫), হালিমা আক্তার (১১), সানারা বেগম (২২), মনোয়ারা বেগম (৪০), তামান্না আক্তার (১৬), নুরুল ইসলাম (৩৩), নাছির মিয়া (৩৫), রেজাউল করিম (২০), নাছিম মিয়া (২১), সামিরুল ইসলাম (২৫), মনিরা খাতুন (৯), জামাল মিয়া (২৮), জমিলা খাতুন (৩২), শমসের মিয়া (১৮) ও রফিকুল ইসলাম (৩২)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান