ব্লগার অনন্ত বিজয় হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। শনিবার অনন্ত হত্যার তিন বছর পূর্তিতে হত্যাকাণ্ডের স্থলে সাদা-কালো দেয়ালচিত্র এঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিশিষ্টজনরা বলেন, হত্যাকাণ্ডের তিন বছর পেরিয়ে গেছে। অথচ এখনও বিচারকাজ শুরু হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, অনন্ত বিজয়ের ভগ্নিপতি আইনজীবী সমর বিজয় সী শেখর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সাংবাদিক ছামির মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয়কে। ঘটনার একদিন পর তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। গত বছরের ৯ মে সিআইডি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযুক্তরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগর (বাগলী) গ্রামের হারুন অর রশিদ, কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি, ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ আহমেদ ও সিলেট নগরীর রিকাবিবাজারের সাফিউর রহমান ফারাবী। তন্মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক রয়েছেন। সোমবার মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য রয়েছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম