১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা হলেন, উপজেলার নাচুনী গ্রামের আকিল আলীর ছেলে জিতু মিয়া (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউরকাপন গ্রামের রুশমত উল্লাহর ছেলে রুবেল মিয়া (৩২)।
আজ মিয়ারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার