হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের একটি বাড়ি থেকে একজন যুক্তরাজ্য প্রবাসীর মা ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে নবীগঞ্জ থানা পুলিশ মৃদদেহ দু’টি উদ্ধার করে। নিহতরা হলেন- ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর স্ত্রী রুমী বেগম (২২) ও আখলাকের মা মালা বেগম (৫০)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিব রহমান জানান, পুলিশ খবর পেয়ে তাদের বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। উভয় মরদেহের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান