হবিগঞ্জের নবীগঞ্জে দুবৃর্ত্তদের হাতে শাশুড়ি ও পুত্রবধূ নির্মমভাবে খুন হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করে তদন্তে নেমেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আখলাক চৌধুরী দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। গত ২ বছর পূর্বে একই গ্রামের ডা. নজরুল ইসলামের ছোট বোন রুমি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বাড়িতে শুধু মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম থাকতেন। রবিবার রাত ১১টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে ওই গ্রামে চিৎকার শুরু হলে গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান লন্ডন প্রবাসী আখলাক মিয়ার বাড়িতে রক্তাক্ত লাশ পরে আছে। স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে ঘরের বাইরে থেকে গৃহবধূ রুমি বেগম ও ঘরের ভেতর থেকে তার শাশুড়ি মালা বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল গিয়ে লাশ দু‘টির সুরতহাল রিপোর্ট তৈরি করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৮/ফারজানা