সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (২৬) উপজেলার ছাতার গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রাম ও নিজধর গ্রামের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দর্শকদের মধ্যেও হাতাহাতি লেগে যায়। এসময় নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এতে নুরুল ইসলামের উপর ক্ষিপ্ত হয় একটি পক্ষ।
গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে নুরুল ইসলাম স্থানীয় পরগনা বাজারের পশ্চিমে কয়েকজন যুবকের হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, ফুটবল ম্যাচকে ঘিরে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন